বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- আজ আদিবাসী ছেলেমেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় ক্রীড়াঙ্গনে ।
এই খেলাতে ৯টি আদিবাসীদের গ্রাম অংশগ্রহণ করেছিল।
পারুল ডাঙ্গা , নীলডাঙা, সাহেবডাঙ্গা , চকদোনাইপুর , সামবাটি ,কামারপাড়া , বিষ্ণুবাটি ,নিমডাঙ্গা ,
সরপুকুরডাঙ্গা।
৩০০এর অধিক বাচ্চা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন রকমের খেলার ব্যবস্থা ছিল যেমন- ফুটবল , 100মিটার দৌড়, বস্তাদৌড় ,ব্যালেন্স কোন দৌড় , বেলুন ফাটানো দৌড় ইত্যাদি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও সবাইকেই স্বান্তনা পুরস্কার দেওয়ার হয় । এছাড়া প্রত্যেকের টিফিন ও মাংস ভাতের ব্যবস্থা ছিল।
অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেছেন । উপস্থিত ছিলেন বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস এবং কলকাতা থেকে এসেছিলেন সুস্মিতা দত্ত এবং সুচরিতা দত্ত । প্রধান উদ্যোগ নিয়েছিলেন বুদ্ধিশ্বর মন্ডল, তিনি একজন বীরভূমের অন্যতম ক্যারেটের প্রশিক্ষক । গত কয়েক বছর থেকে এইরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক সু হৃদয় ব্যক্তিগণ সহযোগিতা করেছেন যারা সুদুর কলকাতা থেকে শুরু করে বোলপুর,কিন্নাহার , সিউড়ি আরো বিভিন্ন জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । অংশগ্রহণ কারী সকল প্রতিযোগী দিনের শেষে এক অনাবিল আনন্দ নিয়ে বাড়ি ফেরে।