আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে জেলা তৃণমূলের বিশেষ নির্বাচনী বৈঠক আয়োজিত হল।

0
43

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- 
আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে জেলা তৃণমূলের বিশেষ নির্বাচনী বৈঠক আয়োজিত হল। উল্লেখ্য আগামী 18ই মার্চ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে লোকসভার প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে প্রচারে আসবেন অভিষেক ব্যানার্জি। বুধবার, সন্ধায় নির্বাচনকে পাখির চোখ করে ও অভিষেক ব্যানার্জির আসন্ন সভাকে সাফল্য মন্ডিত করে তুলতে একাধিক বিষয় আলোচনা হয় এই সভাতে।পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র বলেন, “দলের মধ্যে কেউ বেইমানি না করলে, আমাদের জয় কেউ আটকাতে পারবেনা।”