দুর্নীতি এবং চরিত্র তুলে প্রাক্তন সংসদ তথা বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নামে শান্তিপুর শহরের প্রাণকেন্দ্রে পড়লো পোস্টার, রাজনৈতিক অস্থিরতা এবং চাঞ্চল্য গোটা শান্তিপুর জুড়ে।

0
74

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– পোস্টার বিতর্ক যেন পিছু ছাড়ছে না রানাঘাট তপশিলি কেন্দ্রের প্রাক্তন সংসদ বর্তমান ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে। আজ সকালেই নদীয়ার কৃষ্ণগঞ্জে যেমন চাঞ্চল্য তেমনই চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরে। সর্বক্ষণের জনবহুল এলাকা শান্তিপুরের প্রাণকেন্দ্র পাবলিক লাইব্রের সামনে এবং ঢিল ছোড়া দূরত্বে সুশ্রী সিনেমা হলের সামনে চারটি পোস্টার ঘিরে সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে জল্পনা। তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে শান্তিপুরে আরো বেশ কিছু এলাকায় এ ধরনের পোস্টার পড়েছে।
আর এই পোস্টার কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর এবং অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে। বিজেপির দাবি তাদের লোকপ্রিয় সাংসদ গতবার ২ লক্ষ ৪৬ হাজার ভোটে জিতলেও এবারে তারা প্রায় চার লক্ষ ভোটে জয়যুক্ত হতে চলেছে, আর এই ঈর্শাতেই পায়ের তলা থেকে মাটি সরেছে তৃণমূলের । তাই রাতের অন্ধকারে মুখ লুকিয়ে এই ঘৃণ্য ঘটনা ঘটাচ্ছে।
যদিও তৃণমূলের দাবি সংসদের বিরুদ্ধে পোস্টার আজ নতুন নয় এর আগেও কখনো চাকরি সংক্রান্ত দুর্নীতি কখনো মহিলা সংক্রান্ত অবৈধ সম্পর্ক এ ধরনের নানা বিষয় উঠে এসেছে। তবে এক্ষেত্রে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস জড়িত নয় কারণ তারা এই নোংরা রাজনীতিতে বিশ্বাসী নয়, প্রার্থী পছন্দ না হওয়ায় নিজেদের গোষ্ঠীদ্বন্বে জর্জরিত বিজেপি। তাই নিজেরাই পোস্টার মেরে তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে।
এ প্রসঙ্গে শান্তিপুর শহর বিজেপি সম্পাদক অঞ্জন বিশ্বাস জানান, তারা ইতিমধ্যেই সংসদের সাথে কথা বলেছেন নেতৃত্বরা মিলে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জানাবেন, অত্যন্ত জনবহুল ওই এলাকায় রাস্তার পাশে প্রায় প্রত্যেক দোকানেই রয়েছে সিসি ক্যামেরা আর তা থেকেই ভিডিও ফুটেজ সংগ্রহ করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সিসি ক্যামেরা খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তারাও চান পুলিশ প্রশাসন সামনে নিয়ে আসুক বিষয়টি তাহলেই তাদের অনুমান পরিষ্কার হবে।