নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২০ মার্চ : – বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। পাশাপাশি বৃষ্টির কারণে বিভিন্ন রাজনৈতিক দল ভোট প্রচারেও সমস্যায় পড়েছে। এদিন সকাল থেকেই বালুরঘাট শহরে লাগাতার বৃষ্টি হচ্ছে। কখনো ঝিরিঝিরি আবার কখনো মাঝারি বৃষ্টি। লাগাতার বৃষ্টির ফলে আবার শীতের আমেজ ফিরে এসেছে। হঠাৎ করে বৃষ্টির কারণে সরিষা চাষিরা ব্যাপক সমস্যায় পড়েছে। এদিকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে বালুরঘাট শহরে রাস্তাঘাট একরকম ফাঁকা। রাস্তায় দেখা নেই সেভাবে সাধারণ মানুষের। আগামী দু-তিন দিন একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা নয় রাজ্যের বেশিরভাগ জেলাতে শুরু হয়েছে বৃষ্টি।
Home রাজ্য উত্তর বাংলা বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে, বৃষ্টিতে জনজীবন ব্যাহত।