ভুটানে ভূমিকম্প , উত্তরের আকাশে কালো মেঘ সহ বৃষ্টি, হাসছে দুটি পাতা একটি কুড়ির গালিচা, বসন্তেও শীতের আমেজ।

0
40

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভুটানে ভূমিকম্প , উত্তরের আকাশে কালো মেঘ সহ বৃষ্টি, হাসছে দুটি পাতা একটি কুড়ির গালিচা, বসন্তেও শীতের আমেজ।

বুধবার ভারতীয় সময় ৬:০১ মিনিটে ৩.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় ভুটান সহ পার্শ্ববর্তী ভারতের কিছু অংসে।
যদিও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
অপরদিকে বুধবারের পর বৃহষ্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি সহ উত্তরের বিভিন্ন স্থানে চলছে বৃষ্টিপাত।
গত দুদিন ধরে চলা বসন্তের এই বর্ষণে নতুন করে শীতের আমেজ ফিরেছে জলপাইগুড়িতে।
কাজে কর্মে ঘরের বাইরে আসা আমজনতার গায়ে চড়েছে গরম পোশাক।
যদিও বছরের প্রথম বর্ষণে খুশির আমেজ জলপাইগুড়ি জেলার চা বলয়ে।