এই প্রথম বাজারের ভরসা না করে , স্কুলের বাগান থেকে সবজি তুলে হলো মিড ডে মিলের রান্না।

0
204

আবদুল হাই, বাঁকুড়াঃ রাসায়নিক সার প্রয়োগ না করে সম্পূর্ণ জৈব সারে তৈরি সবজি দিয়ে মিড ডে মিলের রান্না করা হল বাঁকুড়ার সোনামুখী শহরের সোনামুখী বি জে হাইস্কুলে। স্কুলে কিচেন গার্ডেন করে নিজেদের মিড ডে মিলের রান্নার ব্যবস্থা করে নিয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্ররা। পড়াশোনার পাশাপাশি এই সবজি বাগান দেখাশোনা করছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্ররা।নানা রকমের সবজি চাষ হচ্ছে যেমন পুনকা শাখ,লাল শাখ,ভেন্ডি,কুমড়া সহ অন্যান্য সবজি।আজ প্রথম সবজি বাগান থেকে সবজি তুলে মিড ডে মিলের রান্নার ব্যবস্থা করা হলো। সম্পূর্ণ জৈব উপায়ে সবজি খাওয়ার সুযোগ পাচ্ছে ছাত্ররা।