রাতের অন্ধকারে তৃণমূলের দখল করা দেওয়াল বিজেপি দখল করার অভিযোগ ঘটনায় অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ।

0
72

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রাতের অন্ধকারে তৃণমূলের দখল করা দেওয়াল বিজেপি প্রার্থীর নাম দিয়ে দখল করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাসস্ট্যান্ডে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে যায় দুই দলের নেতৃত্বদের মাঝে, এই ঘটনায় তৃণমূলের দাবি বহুদিন আগেই এই দেওয়াল তৃণমূলের পক্ষ থেকে দখল করা হয়েছিল যার পর্যাপ্ত প্রমাণও তাদের কাছে রয়েছে তবে আজ হঠাৎ সন্ধ্যেবেলায় তারা দেখতে পান তাদের দখল করা দেওয়ালে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নাম লিখে ফেলা হয়েছে এই ঘটনায় তারা বৃক্ষ প্রদর্শন শুরু করেন সিঙ্গাপুর পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূল জানাচ্ছে যার বাড়ি তার কাছ থেকে পারমিশন নিয়েই এই দেওয়াল কাজ করেছিলেন তারা তবে মালিকের কাছে পারমিশন না নিয়ে তৃণমূলের দখল করা দেওয়াল বিজেপি কর্মী সমর্থকরা দখল করায় তারা জোর করে দেয়াল দখল করার অভিযোগ তুলেছেন ওই দোকানের মালিক যে তৃণমূল কংগ্রেস তার কাছ থেকে পারমিশন নিয়েই দেওয়াল লিখন শুরু করেছিলেন তবে বিজেপি তার কাছ থেকে কোন পারমিশন নেয়নি যদিও শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার ঘটনাস্থলে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং ৭২ ঘন্টা সময় দেন যদি এই তৃণমূলের দখল করা দেওয়াল যেটি বিজেপি দখল করেছে সেটি যদি নাম মুছে ফেলা হয় তাহলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তারা। এবং নির্বাচন দিদি ভঙ্গের অভিযোগে বিজেপির নামে অভিযোগ করবেন তারা। তবে এরপরই প্রায় ১৫ মিনিট কালনা ঘাট যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা তারা জানান ৭২ ঘণ্টার মধ্যে যদি এই দেওয়াল বিজেপি না মুছে ফেলে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তারা নামতে বাধ্য হবেন যদিও এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান ব্লক সভাপতি সুব্রত সরকার যদিও ঘটনাস্থলে এসে উপস্থিত হয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী তবে তৃণমূলের তোলা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব হরিপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সদানন্দ হালদার জানাচ্ছেন,এই দেওয়াল তাদেরই দখল করা ভোটের আগে চমক দেখাতে তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ তুলছে বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য আই ধরণের অভিযোগ তুলছে।