কুশমন্ডিতে পুকুরে তলিয়ে নিখোঁজ যুবক ২৪ ঘন্টা পর প্রশাসনের সহযোগিতায় উদ্ধার দেহ।

0
42

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কুশমন্ডিতে পুকুরে তলিয়ে নিখোঁজ যুবক ২৪ ঘন্টা পর প্রশাসনের সহযোগিতায় উদ্ধার দেহ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের খাগড়াকুড়ি এলাকার একটি পুকুরে তলিয়ে গিয়ে নিখোঁজ যুবক। পুলিস সূত্রে জানা গিয়েছে, তলিয়ে যাওয়া যুবকের নাম উজ্জ্বল হাজরা (২৪)। তাঁর বাড়ি কুমোরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ঝাড়ুদার ওই যুবক কুশমন্ডি হাটে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। খাগড়াকুড়ি পুকুরের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় হটাৎ যুবক পুকুরে পড়ে যান এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। অপর প্রান্ত থেকে পুকুরের মালিক বিষয়টি দেখতে পেয়ে যুবককে উদ্ধারের জন্য স্থানীয়দের ডাকেন। উদ্ধার করার জন্য নামানো হয় জাল। এদিকে সন্ধ্যা গড়িয়ে গেলেও যুবকের হদিশ না মেলায় প্রশাসনের উদ্যোগে নামানো হয় ডুবুরি। তবুও যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ পুকুরের চারপাশে লাইট লাগিয়ে যুবকের দেহ উদ্ধারের কাজে নামে। কিন্তু রাত পর্যন্ত যুবকের হদিশ মেলেনি। আজ সকাল থেকে চালু হয়েছে আবার উদ্ধারকাজ, নামানো হয় স্পিডবোট। ডুবুরিরা অক্লান্ত পরিশ্রম করেও কোন ফল পাওয়া যায়নি সেদিন। পুকুরের জল শুকানোর জন্য নামানো হয়েছে মেশিন প্রশাসনের তরফে। এই প্রসঙ্গে কুশমন্ডি ৪ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওম প্রকাশ ঝাঁ বলেন, গতকাল তিনটা নাগাদ একজন যুবক এই পুকুরে স্নান করতে নেমে নিখোঁজ হয়। প্রশাসন ও গ্রামবাসীদের সহযোগিতায় আমরা খোঁজাখুঁজির চেষ্টা করি । আবার আজকে প্রশাসনের তরফে রায়গঞ্জ থেকে ডুবুরি ও স্পিডবোট আনা হয় এবং আজ ৩ টা ৩০ মিনিট নাগাদ দেহটিকে উদ্ধার করা হয় পুকুর থেকে।