নিজস্ব সংবাদদাতা, মালদা– একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার দুই ধারের হাইড্রেনের কাজ হচ্ছে এমনটাই অভিযোগ করে কাজ বন্ধ করে দিলেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ | জানা যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ী রেল গেট থেকে বুলবুলি মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হয়েছে এবং রাস্তা সম্প্রসারণের অঙ্গ হিসাবে রাস্তার দুই ধারে হাইড্রেন তৈরি হচ্ছে | জানা যায় এই হাইড্রেনের কাজটি করছে পি ডাব্লু ডি(PWD)দপ্তর | যদিও এটি আগে এনএইচের অধীনে ছিল | প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর বিভূতি ঘোষ শনিবার সকালে কাজ বন্ধ করে অভিযোগ করেন পিডাব্লিউডিকে অভিযোগ জানানো সত্বেও কেন ড্রেনের কাজে পুরনো রড ব্যবহার করা হচ্ছে এবং ড্রেনের নিচে ইটসলিং না করে মাটির উপরে ঢালাই করে দেওয়া হচ্ছে পাশাপাশি ফাইভ এইট পাথর ব্যবহার না করে বড় পাথর ব্যবহার করছে এবং ব্যবহার করা নিম্নমানের পুরনো রড ব্যবহার করছে | এই ধরনের কাজ হলে আমাদেরকে ভুক্তভোগী হতে হবে কারণ বছর না পার হতেই এই ড্রেন গুলি ভেঙে বসে যাবে | অথচ রাজ্য সরকার এ কাজের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু ভালো মানের কাজ হচ্ছে না বলে অভিযোগ জানান |
Home রাজ্য উত্তর বাংলা একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার দুই ধারের হাইড্রেনের কাজ হচ্ছে, কাজ বন্ধ...