পিংলার বারবাসীতে বিজেপি কর্মীর বাড়িতে এসে পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল।

0
61

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বারবাসী এলাকায় গত মাসের ২৩শে মার্চ মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী শান্তনু ঘড়ই এর। খড়গপুর লোকাল থানার পুলিশ ধান জমি থেকে শান্তনু ঘোড়ইয়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু শান্তনুর পরিবার ও বিজেপির পক্ষ থেকে বারবার একই অভিযোগ করা হয়েছিল শান্তনুকে খুন করা হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে ময়না তদন্তের পর পরিষ্কার জানানো হয়েছিল সান্তনু খুন হয়নি, মদ খেয়ে জল জাতীয় জায়গায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের লোকেরা সেই কথা না মেনেই রাজ্যপাল ও হাইকোর্টের দ্বারস্থ হয়। রাজ্যপালের থেকে শান্তনুর পরিবার আশ্বাস পায় তাদের বাড়িতে রাজ্যপাল যাবেন বলে। তাই আজ অর্থাৎ সোমবার শান্তনুর পরিবারের সঙ্গে কথা বলতে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাদের সাথে কথা বলে তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন রাজ্যপাল।