দক্ষিণ দিনাজপুর জেলার ব্লকে পটরা এলাকায় জনসভা করতে এলেন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী অমিত শা।

0
61

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সুকান্ত মজুমদারের ভোট প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলার ব্লকে পটরা এলাকায় জনসভা করতে এলেন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী অমিত শা। এই জনসভা উচ্ছ্বাসিত জনতা। এই জনসভায় হাজির প্রার্থী সুকান্ত মজুমদার জেলা বিজেপির কর্ণধারেরা।অমিত সাহা আসেন হেলিকপ্টার জনসভায় থেকে কিছুটা দূরে আর হেলিকপ্টার নামে এবং সেখান থেকে হাঁটা পথে মঞ্চে ওঠেন, মঞ্চে উঠে তিনি জেলা নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করেন। জেলার ভোট সংক্রান্ত খোঁজখবর নেন,এরপর বক্তৃতা দিতে শুরু করেন, মঞ্চে উঠে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন। এবং সুকান্ত মজুমদারকে বিপুল ভোটে জিতিয়ে সংসদে পাঠানোর দিনাজপুর জেলাবাসীকে।তিনি আশ্বাস দেন এবার ভোটে সুকান্ত মজুমদার রেলের আরো উন্নয়ন হবে কি ব্যাপার দক্ষিণ দিনাজপুর জেলায়।এরপর পিএএম বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে মানুষকে ভয় দেখাচ্ছে তা সম্পুর্ন ভুল বোঝাচ্ছে।এরকম কিছু ই হবে না।caa এর মূল ব্যাখ্যা ভারতবাসী পশ্চিম বংগ বাসিকে নাগরিকতা প্রদান করাই মূল লক্ষ্য কেন্দীয় সরকারের।