ফরিদপুর সর্বজনীন গম্ভীরা চড়ক মেলা কমিটি পুরানো রীতি মেনে আজও হয়ে আসছে চরক পুজা।

0
50

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—--ফরিদপুর সর্বজনীন গম্ভীরা চড়ক মেলা কমিটি পুরানো রীতি মেনে আজও হয়ে আসছে চরক পুজা।জানা গিয়েছে বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের ফরিদপুর গ্রামে প্রায় ২০০ বছর পুরনো ঐতিহ্যবাহী চড়ক মেলা আজ অনুষ্ঠিত হয়।বিভিন্ন জায়গায় গতকাল শনিবার চৈত্র সংক্রান্তি দিন চড়ক ঘোরানো হয়।কিন্তু বামনগোলা ব্লকে ফরিদপুর গ্রামে বিভিন্ন পুরানো রীতি মেনে পহেলা বৈশাখের দিনে বুড়িকালী,শিব ঠাকুর সহ বিভিন্ন মন্দিরে পুজা দিয়ে এদিন বিকেলে চড়ক ঘোরানো শুরু হয়। গ্রামবাসী জানান বহুপুরানো এই মন্দির বাবা দাদু তার আগে এই মন্দির প্রায় ২০০ বছরের বেশি এই চড়ক পুজা এই চড়ক পুজা কে ঘিরে এলাকায় বসে মেলা।