নির্বাচনে আদিবাসীদের ভোটদান থেকে বিরত থাকার আবেদন!

0
101

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২০ এপ্রিল:-  ৭ই মে রাজ্যের তৃতীয় দফা লোকসভা নির্বাচন আর এই তৃতীয় দফা নির্বাচনে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা নির্বাচন হতে চলেছে l আর এই লোকসভার নির্বাচনের আগে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেl কিন্তু সেই ইচতেহারে আদিবাসী সম্প্রদায়ের প্রধান দাবি সারনা ধর্মের পৃথক কলাম কোট নিয়ে কেউ কোনো কথা বলেনি। তাই এইবারে নির্বাচনে আদিবাসীদের ভোটদান থেকে বিরত থাকার আবেদন জানাচ্ছে l আদিবাসীদের দুই সংগঠন আদিবাসী সিঙ্গেল অভিযান এবং ঝাড়খন্ড দিষম পার্টিl আদিবাসী নেতা মোহন হাজদা জানান আদিবাসীদের দীর্ঘদিন ধরে সারনা ধর্মের জন্য আন্দোলন করে আসলেও কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সেই ধর্মকে স্বীকৃতি দেয়নি l রাজ্যের তৃণমূল সরকার ও আদিবাসীদের নিয়ে কিছুই করছে নাl আদিবাসীরা বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংক হিসেবে ধরে নিয়েছে তাই যারা আমাদের দাবি-দাওয়া নিয়ে কোন কথা বলে না তাদের কাউকে আমরা ভোট দেব নাl ইতিমধ্যেই প্রথম দফা লোকসভা নির্বাচন শেষ হয়েছে আরো অনেক দফার ভোট রয়েছে। এর মধ্যে কেউ যদি আমাদের দাবি সম্পর্কে আওয়াজ তোলে তাহলে তাদের পক্ষে থাকবে আদিবাসী সমাজ l ইতিমধ্যেই আমরা মালদা জেলার আদিবাসী সমাজে ভোট না দেওয়ার বিষয়ে প্রচার শুরু করবl মালদা জেলার হবিবপুর বামন গোলা গাজোল পুরাতন মালদা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে আদিবাসী সমাজের বসবাস প্রায় ১ লক্ষ বেশি ভোটার রয়েছে জেলা জুড়ে।