নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অবিলম্বে এসএসসি দুর্নীতির নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় কে পদত্যাগ করতে হবে। ন্যূনতম লজ্জাবোধ থাকলে পদত্যাগ করুন। আর মহুয়া মৈত্রের রাঁচি যাওয়ার সময় করে এসেছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের মনোনয় নপত্র জমা দিতে এসে এসএসসি দুর্নীতি নিয়ে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা। পাশাপাশি তিনি বলেন মানুষের যে উৎসাহ দেখছি এবারে দেশদ্রোহী মহুয়াকে পরাজিত করবে। এদিন কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিশাল বন্যার টু মিছিলের মাধ্যমে এবং হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতির মধ্য দিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতারায় নদীয়া জেলার জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে রানাঘাট কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার এদিন কৃষ্ণনগরের অতিরিক্ত জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন। অমৃতা রায়ের সমর্থনে মনোনয়নপত্র জমা দিতে এসে রাহুল সেনা বলেন, অবিলম্বে মমতা ব্যানার্জি কে পদত্যাগ করতে হবে। তার কারণ ২০১৬ সালে এসএসসি চাকরি পরীক্ষায় যে দুর্নীতি হয়েছিল তা আদালত মুখোশ খুলে দিয়েছে। আর ভগবান সহায় আছে এমন সময় এই দুর্নীতি সামনে উঠে এলো যেখানে এখনো একাধিক বোর্ড গ্রহণ প্রক্রিয়া বাকি রয়েছে। মানুষ ভোটের মধ্য দিয়ে এবার তৃণমূলকে জবাব দেবে। অন্যদিকে মহুয়া মৈত্র প্রসঙ্গে তিনি বলেন, মহুয়া মৈত্র একজন দেশদ্রোহী। দেশবিরোধী কাজ করার জন্য তার সাংসদ পথ বাতিল হয়েছে। সেখান থেকেই তিনি এনার্জি পেয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি বলেন, অভিষেক ব্যানার্জি একটা চোর। ও কাকে এক নম্বর বলল বা দু নম্বর বলল তাতে কারোর এসে যায় না।
অন্যদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আরো একবার কৃষ্ণগড় লোক সবার মানুষকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন বেলেডাঙ্গা ফ্লাইওভার থেকে শুরু করে পলাশী সুগার মিল এবং কৃষ্ণনগর করিমপুর রেলপথ এই প্রধান তিনটি কাজ আমাকে করতেই হবে। পাশাপাশি জেতার বিষয়ে তিনি ১০০% আশাবাদী বলেও জানান।
বাইট ১, অমৃতা রায়, কৃষ্ণনগর বিজেপি প্রার্থী
২, রাহুল সিনহা, বিজেপি নেতা