সর্বকালের রেকর্ড ভেঙে ফেলবে গরম।

0
74

আবদুল হাই, বাঁকুড়াঃ-  ফের তাপপ্রবাহের চোখ রাঙানি দক্ষিণবঙ্গে । তীব্র দাবদাহের কারণে শুকিয়ে যাচ্ছে গাছের পাতা।জেলায় জেলায় ফসল সবজি ক্ষতির আশংকা করা হচ্ছে।সর্বকালের রেকর্ড ভাঙতে যাচ্ছে তাপপ্রবাহ। কলকাতা সহ দক্ষিবঙ্গে সর্বকালের রেকর্ড তাপমাত্রা ভেঙে ফেলতে পারে।৭ দিন চলবে এই তাপপ্রবাহ।কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪০ থেকে ৪৫ ডিগ্ৰি সেন্টিগ্ৰেড এর আশেপাশে। দক্ষিণবঙ্গে সর্বচ্চো তাপমাত্রা উঠে যেতে পারে ৪৬ থেকে ৪৯ ডিগ্ৰি সেন্টিগ্ৰেড এর আশেপাশে।দুপুরের দিকে ২০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় ভয়াবহ লু বাতাস বয়ে যাবে। তীব্র থেকে তীব্রতর রোদের দাপট ও লু বাতাসে সানস্ট্রোক ও হিটস্ট্রোকের সম্ভাবনা ৭০ থেকে ৯০% থাকতে পারে।