নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —আর হাতে গোনা কয়দিন পরে নির্বাচন তার আগে জল সংকটে ভুগছেন গ্রামবাসীরা। পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ।বৃহস্পতিবার সাত সকালে মালদা নালাগোলা রাজ্য সরকারকের আইহো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।প্রায় এক মাস ধরে পাণীয় জল নেই আইহো অঞ্চলের ভড়পাড়া এলাকায়।গ্রামবাসীরা জানান প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে প্রধান সহ টি এইচ ই দপ্তরেও সহ বিভিন্ন দপ্তরে জানিয়ে কোন কাজ হয়নি বলে অভিযোগ।অবরোধকারীরা জানিয়েছেন প্রায় এক মাস ধরে এলাকায় ট্যাপের পানীয় জল নেই।বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে আসতে গেলে একবার জল দেওয়ার পরে বাড়ির জলের কলে তালা মেরে রেখে দেওয়া হয়।এলাকাবাসীর অভিযোগ কোন পানীয় জলের ব্যবস্থা না হওয়ায় বৃহস্পতিবার সকালে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি প্রশাসনের তরফ থেকে যতক্ষণ এই জলের সমস্ত সমাধান করা হবে ততক্ষণ পথ অবরোধ উঠানো হবে না। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ আশ্বাসে ভর পাড়ার গ্রামবাসীরা অবরোধ তুলে নেন প্রায় ৯:৩০ নাগাদ।পথ অবরোধের জেরে সমস্যায় পড়ে মালদা নালাগোলা রাজ্য সরকার যাত্রীরা বিভিন্ন অফিস যাওয়ার মুখে সমস্যা পরতে হয়।