জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা ইভিএমগুলো রাখা হচ্ছে বালুরঘাট কলেজে।

0
63

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কঠোর নিরাপত্তায় আনা হলো ইভিএম। গতকাল যে ভোট পর্ব চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার ভোট পারবো তা সুরক্ষার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা ইভিএমগুলো রাখা হচ্ছে বালুরঘাট কলেজে। এদিন সকালবেলা জেলার কটি ব্লকের ইভিএম জমা করা হয় বালুরঘাট কলেজে সেখানেই হবে ভোট গণনা আগামী চৌঠা জুন। সেই ভোট দেওয়াপ্রশাসনের পক্ষ থেকে প্রকৃত রাখা হচ্ছে বালুরঘাট কলেজ
সেই মোতাবেজেলা বিভিন্ন প্রান্ত ভোটারদের ভোট দেওয়া ইভিএম গুলি সুরক্ষিত রাখার জন্য প্রশাসন থেকে ভোট গণনা পর্যন্ত সুরক্ষিত রাখা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট কলেজ। আজ শনিবার সেগুলি সুরক্ষিত করে রাখার জন্য বালুরঘাট কলেজে আনা হল। এবং কঠোর নিরাপত্তার মধ্যে ভোটটা তাদের এত রাখার জন্য বালুরঘাট কলেজে ঢুকানো হলো কঠোর নিরাপত্তায়।ভোট গণনা হবে জন এখন দেখার বিষয় চৌঠা জুন ভোটটা তাদের ভোটদান কার কোন দলের কপালে জোটে সেটা প্রমাণ হবেচৌঠা জুন তারিখে। সর্বদলের প্রতিনিধিতে নিয়ে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম গুলি সুরক্ষিত রাখা হয়েছে বালুরঘাট কলেজে।