বেঁচে থাকার অক্সিজেন : লাজু চৌধুরী।

0
52

দক্ষিণার বারান্দায় মধ্য রাতে দাঁড়িয়ে দেখি শুনসান বিরাজ করছে আমার শহর আমার এলাকায়।
টুপটাপ বৃষ্টি পড়ছে।
জীবনের জড়িয়ে থাকার কিছু অংশ বিশেষ স্মৃতি কখনও কখনও সামনে এসে দাঁড়ায়।
ঠিক মনে হয় একটা মোলাট বাঁধা একটি পুড়ো পান্ডুলিপি হতে পারে এখানে জীবন জুড়ে থাকা অসংখ্য স্মৃতি বহন করছে।
পরিবর্তন অনুভব করছে বয়স বেড়েছে, বয়স নয় অভিঞ্জতা বেড়েছে অভিঞ্জতা মানুষকে বড়ো করে তোলে।
জীবনের কিছু কিছু স্মৃতি ওঠে আসে উপন্যাসের পাতায় যা বহন করে জীবনের অনেকটা অংশ।
তাই বেলা শেষে মনে হয় Need if necessary এটা ভুল বরন যে তোমার শুন্যতায় আছে তাকে ভালোবাসো । মানুষের জীবনের গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিয়োজনদের কাছে থাকা এটা বেঁচে থাকার অক্সিজেন। পাহাড় ও বৃদ্ধ হয় সময় ও পাশ কেটে যায়।
প্রতিদিন বেঁচে থাকার আয়োজনে কিছু প্রিয়ো মানুষ গুলো পাশে থাকার দরকার কারন প্রিয়ো মুখ গুলো বেঁচে থাকার অক্সিজেন । সময় জীবনের সাথে প্রিয়ো মুখগুলো প্রয়োজন আছে ভালো থাকার প্রয়োজনে

মাঝে মাঝে অসময়ে স্মৃতি গুলো গুরুত্বপূর্ণ উপন্যাস হয়।
কারন এটাও বেঁচে থাকার অক্সিজেন।