কালী পূজোর ঠান্ডা ভোগে বিষক্রিয়া, ভোগ খেয়ে অসুস্থ হয়ে ১০০ জন পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি।

0
48

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকে গত পরশুদিন গেছে কালীপুজো আর সেই উপলক্ষে গতকাল ঠান্ডা ভোগ খেয়ে এলাকার প্রায় ১০০ জনের মতো মানুষ অসুস্থ হয়ে পড়ে, জানা যায় ওই ভোগ খাওয়ার পরেই অনেকের বমি, পায়খানা, এমনকি অনেকের খিচুনি হতে পর্যন্ত দেখা যায় এই পরিস্থিতিতে এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সকলকে ভর্তি করেন পাত্রসায়ের প্রাথমিক ব্লক স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক চিকিৎসা পর 30 থেকে 40 জনকে ছেড়ে দেওয়া হলেও বাকিরা এখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আর এই খবর পৌঁছায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল এর কাছে, তিনি তৎক্ষণাৎ বিষ্ণুপুর শহরে ভোট প্রচারের কাজ বন্ধ রেখে ছুটে আসেন পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং তিনি ঘুরে দেখেন অসুস্থদের, খোঁজ নেন প্রত্যেকের শারীরিক অবস্থা, কথা বলেন ডাক্তার নার্সদের সঙ্গে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন হাসপাতাল কর্তৃপক্ষকে সাথে সাথে অসুস্থদের প্রয়োজনীয় ওষুধ যাতে অসুস্থ পরিবারের লোকজনদের কিনতে না হয় তার জন্য স্থানীয় ওষুধ দোকানে ব্যবস্থা করেন তার তরফ থেকে, বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডলের এই উদ্যোগ ও আন্তরিকতায় খুশি অসুস্থদের পরিবারের লোকজন।
যদিও সুজাতা দেবী এ কাজ তার মানবিক কর্তব্য হিসেবে গণ্য করেন এবং ভগবানের কাছে তিনি প্রার্থনা করেন যাতে অসুস্থরা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।