২০১৬ তে নৌকাডুবিতে মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে ফেরিঘাটে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন প্রাক্তন বিধায়কের।

0
24

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ২০১৬ সালের একটি রাতে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছিল নদীয়ার নৃসিংহপুর ফেরিঘাট থেকে অম্বিকা কালনা ফেরিঘাটে, ঘটনায় প্রাণ হারিয়েছিল এবং সলিল সমাধি হয়েছিল একাধিক মানুষের। সেই সব পরিবারের আর্তনাদ আজও একটি দুঃস্বপ্ন বলে মনে করেন নৃসিংহপুর অঞ্চলের মানুষজন। এরপর সাধারণ মানুষের ক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল গোটা এলাকা। সেই বছরের বিধানসভা নির্বাচন হয়ে গেলেও ফল প্রকাশের আগে বিধায়ক না হয়েও রাত্রি বেলা শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য সাধারণ মানুষের কথা বলতে গিয়ে মার খেয়েছিলেন পুলিশের হাতে। মিথ্যে মামলায় জর্জরিত হয়েছিলেন তিনি। এরপর কেটে গেছে অনেকটা বছর, বদলে গেছে রাজনৈতিক মেরুকরণ। কিন্তু সেই রাতের বিভীষিকা ভোলেন নি তিনি। গতকাল রাতে ভাগীরথীর তীরে উপস্থিত হয়ে একাধিক সাধারণ মানুষ গঙ্গার তীরবর্তী এলাকায় এসে জমায়েত করেন তার বিধায়কের আহ্বানে, এবং মৃতদের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে নিরবতা পালন এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জ্বল করেন গঙ্গার তীরে। তবে সেই ভয়াবহ রাতের কথা বিধায়ককে প্রশ্ন করলে তিনি আর বেদনাদায়ক এই ঘটনার কথা মুখ ফুটে আর কিছু বলতে চাননি, তিনি এটুকু জানিয়েছেন এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা, প্রচুর মানুষের সলিল সমাধি ঘটেছিল এই নৌকাডুবি তে। তাই তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন করা। তবে যে ঘটনা ঘটেছিল তা যেন আর পুনরায় না ঘটে, তার জন্য প্রশাসনের দিক থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রাক্তন বিধায়ককে সেদিনের মতন কাছে পেয়ে এলাকাবাসী সন্তুষ্ট তারাও আজ এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে মৃতদের আত্মার চিরশান্তি কামনা করেন।