চিতাবাঘের চামড়া সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।

0
38

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চিতাবাঘের চামড়া সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। পাচারকারীদের একটি দামি এস ইউ ভি গাড়িও আটক করেছে বন দপ্তর। বুধবার দুপুরে চিতাবাঘের চামড়া সহ দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বন দপ্তর।বৃহস্পতিবার ধৃতদের আদালতে তুলে হেফাজতে চাইবে বন দপ্তর।জলদাপাড়া জাতীয় উদ্যান সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনেরই বাড়ি কোচবিহার জেলায়। ওই দুজনেই এদিন এস ইউ ভি গাড়িতে করে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘের চামড়া বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় বন দপ্তরের জালে ধরা পড়ে যায়। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, “ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। বিক্রির আগেই চিতাবাঘের চামড়া সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। দামি এস ইউ ভি গাড়িটিও আটক করেছে বন দপ্তর। বন্য জন্তুর দেহাংশ পাচার রুখতে এটি জলদাপাড়া জাতীয় উদ্যানের একটি বড় সফলতার ঘটনা।