পঞ্চায়েতের কর্মীকে আমের ডাল ও তালা ঝুলিয়ে আটক করে রাখলেন বাগুন আদিবাসী পাড়ার মহিলা ও পুরুষরা।

0
53

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-পঞ্চায়েতের কর্মীকে আমের ডাল ও তালা ঝুলিয়ে আটক করে রাখলেন বাগুন আদিবাসী পাড়ার মহিলা ও পুরুষরা। দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে টালবাহানা চলছে রাস্তা মেরামত নিয়ে , কালিয়াগঞ্জ ব্লক রাস্তার জন্য কোটি কোটি টাকা আসলো আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বঞ্চিত রাখছে বিজেপি পরিচালিত প্রধান ও পঞ্চায়েতের আধিকারিকরা এই নিয়ে এই উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাত নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ , বিক্ষোভের খবর শুনে ছুটে আসে কালিয়াগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী, আন্দোলনকারীদের একটা দাবি রাস্তায় চাই এবং ঘটনাস্থলে বিডিও কে আসতে হবে, বিডিও না আসয় এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন হাতে তীর-ধনুক, লাঠি সোটা, হাসুয়া নিয়ে পথ অবরোধের খবর শুনে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত ও বিডিওর প্রতিনিধিরা , আন্দোলনকারী থেকে কথা বলে রাস্তার সমস্যা মিটিয়ে দেওয়া হবে ভোটের রেজাল্টের পরে, দাবি দাবি মানার পর পথ অবরোধ উঠিয়ে দিলেন আন্দোলনকারীরা।