গড়বেতা দু নম্বর ব্লকের ১০ নম্বর জোগাড়ডাঙ্গা অঞ্চলের বড় নগরা গ্রামের কচিকাঁচাদের নিয়ে বৃক্ষরোপণ করা হয় গ্রামের বিভিন্ন জায়গায়।

0
66

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজয়ানকে ধরে রাখতে এবং এলাকার কচিকাঁচাদের গাছ লাগানোর বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের ১০ নম্বর জোগাড়ডাঙ্গা অঞ্চলের বড় নগরা গ্রামের কচিকাঁচাদের নিয়ে বৃক্ষরোপণ করা হয় গ্রামের বিভিন্ন জায়গায়,জানা গিয়েছে সোশ্যাল মিডিয়া সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, পাশাপাশি এই কর্মসূচিতে পাশে দাঁড়িয়েছেন কার্তিক দুলে নামে এক সমাজ কর্মী, তবে পরবর্তীকালে বিভিন্ন গ্রামের কচিকাঁচাদের গাছ লাগানোর বিষয় নিয়ে সচেতন করার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে বলে সংগঠনের অন্যতম সদস্য সৌরভ দাস জানিয়েছেন, তবে সংগঠনের এই কর্মকাণ্ডে আপ্লুত গ্রামের মানুষজন।