মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাটি-এয়ারপোর্ট পদযাত্রায় জনসমুদ্র; সৌগত রায়ের সমর্থনে ওয়েবকুপা সহ শিক্ষক সমাজ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ও বিভিন্ন গণসংগঠনের ঢল।

0
83

নিজস্ব প্রতিনিধি,বিরাটিঃ- ২৯ মে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় প্রায় দুই লক্ষাধিক মানুষ অংশ নেন।বিরাটি বণিক মোড় থেকে বিকেল ৩টেয় পদযাত্রা শুরু হয়,৪.৩০এ পদযাত্রা শেষ হয় দমদম এয়ারপোর্টের দুই নম্বর গেটে।এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান প্রার্থী সহ বেশ কিছু মন্ত্রী,বিভিন্ন বিধানসভার বিধায়ক,ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু,আইন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ছিলেন জলসম্পদ ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক, দমকল প্রতিমন্ত্রী সুজিত বসু প্রমুখ। দমদম কেন্দ্রের নিউ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান প্রবীর সাহা‌ সহ ওয়ার্ড কাউন্সিলররা ও বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা। পদযাত্রায় অংশ নেন রাজ্য শিক্ষাসেলের অন্তর্গত পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতি ‘ওয়েবকুপা’ রাজ্য কমিটির সহযোগী সম্পাদক ও রাজ্য ওয়েবকুপার নির্বাচন কমিটির সদস্য অধ্যাপক মহীতোষ গায়েন, সহকারী সম্পাদক অধ্যাপক রমেশ বর্মণ চঞ্চল রায় সহওয়েবকুপার শতাধিক অধ্যাপক, তৃণমূল প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা সমিতির চার শতাধিক শিক্ষক। এছাড়া ছিলেন কৃষক ,শ্রমিক মহিলা সহ বিভিন্ন গণসংগঠনের লক্ষাধিক তৃণমূল নেতৃত্ব ,কর্মী ও সমর্থক। অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে জনসমুদ্র প্রমাণ করে অধ্যাপক সৌগত এবারও লক্ষাধিক ভোটে জয়ী হবেন ,আমজনতার মুখে সে কথাই এখন ঘুরছে