ঘূর্ণি ঝড়ের আশঙ্কায় দুদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হল নবদ্বীপ ঘাট থেকে জলপথ পরিবহন।

0
40

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সারা রাজ্যের সাথে নদীয়ার নবদ্বীপ ফেরি ঘাটে গত দুদিন ঘূর্ণিঝড় রেমাল এর আশঙ্কায় প্রশাসনের নির্দেশে এবং যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে স্বরূপগঞ্জ ঘাট ও মায়াপুর হুলোর ঘাটের লঞ্চ সহ সমস্ত পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল। দুদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে পুনরায় চালু হল জলপথে নবদ্বীপ ফেরীঘাট থেকে স্বরুপগঞ্জ ঘাট ও মায়াপুর যাওয়ার হুলোর ঘাটের মধ্যে লঞ্চ সহ সমস্ত যাত্রী পরিষেবা। এদিন সকাল থেকেই পুনরায় ফেরি চলাচল চালু হতেই তীর্থ নগরী নবদ্বীপ ও মন্দির নগরী মায়াপুর সহ প্রতিটি ঘাটে ভিড় জমাতে শুরু করেন নিত্যযাত্রী থেকে পর্যটক সহ সাধারণ যাত্রীরা। এ বিষয়ে নৃত্য যাত্রী থেকে সাধারণ যাত্রী কি জানালেন শোনাবো