পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সমাজকল্যাণ ইউনিটের কর্মীরা ও সহায়িকারা ৫ দফা দাবিতে ডেপুটেশন দিল পূর্ব বর্ধমান জেলা ডিপিও-কে।

0
95

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ– দীর্ঘদিন ধরে বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এমনি অভিযোগ নিয়ে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সমাজকল্যাণ ইউনিটের কর্মীরা ও সহায়িকারা ৫ দফা দাবিতে ডেপুটেশন দিল পূর্ব বর্ধমান জেলা ডিপিও-কে। তাদের দাবি, ১) প্রয়োজনীয় বাসনপত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে; ২) ২০১৯ সালে ইউনিফর্ম হিসেবে শাড়ি দেওয়া হয়েছিল তারপর থেকে আর দেওয়া হয়নি আবার যাতে এই সুযোগে পাই তার ব্যবস্থা করতে হবে; ৩) জ্বালানির উর্দ্ধসীমা বাড়ানো/ গ্যাসের ব্যবস্থা করা; ৪) Poshan-অ্যাপসে বিভিন্ন তথ্য আপলোড করার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার ব্যবস্থা করা; ৫) প্রত্যেক মাসে সবজির টাকা দেওয়া নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, আগে কর্মী হেলপার হিসেবে খাবার পেতেন কিন্তু Poshan-অ্যাপ আসার পর থেকে তা দেখানোর জায়গায় নেই।