পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি কৃষ্ণগঞ্জের কিশোরের।

0
68

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  প্রখর গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে বন্ধুরা মিলে সকলে স্থানীয় পুকুরে দাপাদাপি করে জ্বলে খেলা করছিল। কিন্তু সেই খেলা যে জীবন নিয়ে খেলায় পরিণত হবে তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি ।এই হতভাগ্য কিশোর ও তার পরিবার সূত্রের খবর আজ দুপুর আনুমানিক দুটো নাগাদ কৃষ্ণগঞ্জের শিবনিবাস হালদারপাড়া পুকুরে কিশোর তার বন্ধুদের সাথে স্থানীয় পুকুরে স্নান করার সময় হঠাৎই তলিয়ে যায়। অন্যরা একসময় জল থেকে উঠে এলেও আর উঠে আসেনি ওই কিশোর। তখন বাকিরা চিৎকার চেঁচামেচি শুরু করে । শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয় এবং তারা তৎক্ষণাৎ পুকুরে ঝাঁপ দিয়ে তল্লাশি শুরু করে কিছু সময় খোঁজার পর নিথর অবস্থায় ওই কিশোরকে তারা জল থেকে উদ্ধার করে। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। চিকিৎসক জানান সব শেষ। কান্নায় ভেঙে পড়েছে বাড়ির লোকজন। পরে ওই কিশোরকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। হঠাৎ এই দুর্ঘটনায় নেমেছে শোকের ছায়া এলাকা জুড়ে। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে কিশোরের নাম নরেন বিশ্বাস বয়স ১২ বছর বাবা ভজা বিশ্বাস । শিব নিবাস হালদার পাড়ার বাসিন্দা ।