আর কিছুক্ষনের অপেক্ষা, তারপরেই শুরু হবে ভোট গণনা।

0
69

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-আর কিছুক্ষনের অপেক্ষা, তারপরেই শুরু হবে ভোট গণনা। বর্ধমান দুর্গাপুর লোকসভার কাউন্টিং হল উনিভারসিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, বর্ধমান, গোলাপবাগ।
কাউন্টিং হবে ২৬৬ বর্ধমান উত্তর (Sc), ২৭৪ গলসি, ২৬৬ বর্ধমান দক্ষিণ, ২৬৩ মন্তেশ্বর, ২৭৬ দুর্গাপুর পূর্ব, ২৬৭ ভাতার ও ২৭৭ দুর্গাপুর পশ্চিম বিধানসভার। একে একে আসতে শুরু করেছে কাউন্টিং এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের, রয়েছে কড়া পুলিশি সহ কেন্দ্রীয় বাহিনীর নজরদারি।বর্ধমান পূর্ব লোকসভার ভোট গণনা কেন্দ্র হয়েছে সাধনপুর পলিটেকনিক কলেজ, বর্ধমান। এখানে রায়না বিধানসভা, জামালপুর, মেমারি, কাটোয়া, কালনা, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নিয়ে মোট ৭ টি বিধানসভার গণনা। গণনার পূর্বেই পরিদর্শন এ এলেন বর্ধমান পূর্ব লোকসভার বিজেপি প্রার্থী অসীম সরকার। অসীম সরকার তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের উদ্দেশ্যে বলেন আমি ওই মা কে খুব ভালোবাসি। অসীম সরকার বলেন, আমি জিতবো নাকি জানিনা, ভগবান জিতবে।