অবশেষে রাত দেড়টায় ১০ টি বুথের ই ভি এম পুনর্গননার পর সুকান্ত মজুমদারের জয়ের পরে তার হাতে শংসাপত্র তুলে দিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা।

0
44

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-  বালুরঘাট : অবশেষে রাত দেড়টায় ১০ টি বুথের ই ভি এম পুনর্গননার পর সুকান্ত মজুমদারের জয়ের পরে তার হাতে শংসাপত্র তুলে দিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা,
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিপ্লব মিত্রকে হারিয়ে জয় পেয়ে খুশি সুকান্ত মজুমদার।তবে পরাজিত প্রার্থী বিপ্লব মিত্রের ই ভি এম হ্যাক হওয়া নিয়ে করা মন্তব্যকে উড়িয়ে দিয়েছেন সুকান্ত।পাশাপশি এবারের রাজ্যে তার দলের ভরাডুবির দায় না নিয়ে জানান পুরো বিষয়টি পার্টি স্তরে বিশ্লেষন করে দেখা হবে, এছাড়াও তাদের কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও সব খতিয়ে দেখবে, তবে তিনি মেনে নেন কিছু ক্ষেত্রে প্রার্থী বাছাই একটা ফ্যাক্টর ছিল, এ প্রসংগে দীলিপ ঘোষের মত নেতাকে সরানো নিয়ে তিনি বলেন উনি আমাদের শ্রদ্ধেয় ব্যাক্তি, উনাকে দেখেই আমাদের দলের কাজে আসা, উনি লড়াকু নেতা, আমরা ভেবেছিলাম উনি আসন বদলালেও লড়কে লেংগের মত লড়াই করে জিতে আসবেন।