বাড়ির ছাদ বাগানে প্রায় ছয় থেকে সাত প্রজাতির আম ফলিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মনুজা কান্ত ভাদুরি।

0
66

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাড়ির ছাদ বাগানে প্রায় ছয় থেকে সাত প্রজাতির আম ফলিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মনুজা কান্ত ভাদুরি। আলিপুরদুয়ারের ফালাকাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ড বিডিও অফিস পাড়ার ৭৪ বছরের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি। তার বাড়ির ছাদে রয়েছে মিয়াজাকি, আমরাপালি, ভাস্তারা, সুরমা ফজলি, সুবর্ণরেখা এবং বাংলাদেশের কাটিমন প্রজাতির আম গাছ। এবছর প্রতিটি গাছে ফলনও বেশ ভালো হয়েছে। সকাল থেকে সারাদিনই এই আম গাছের চর্চা করে থাকেন সাথে তার এই ছাদ বাগানে রয়েছে লেবু, যাইফল, কামরাঙ্গা, এলোভেরা এবং বেশ কিছু আরো নানান প্রজাতির গাছ। মনুজা বাবু বলেন, ‘কলকাতাতে তিনি এক আত্মীয়র বাড়ি গিয়ে দেখেন সেখানে ছাদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির আম গাছ সেখান থেকে তিনি অনুপ্রাণিত হয়ে তার বাড়িতে তৈরি করেন এই ছাদ বাগান। তারপর থেকেই অবসর সময় তিনি সারাদিন কাটান এই গাছেদের সঙ্গে। কোন প্রকার রাসায়নিক সার এতে প্রয়োগ করা হয় না বলেই তিনি জানান। তিনি বলেন, গোবর সার এবং খোল দেওয়া হয় গাছের খাদ্য হিসেবে।’ বর্তমানে বিভিন্ন ধরনের এই আম স্বচক্ষে দেখতে মনুজা বাবুর বাড়িতে ভীড় করেন বহু প্রতিবেশী। এছাড়াও তার বাড়ির ছাদে ছেয়ে রয়েছে অন্য আরও নামিদামি প্রজাতির আমের গাছ। বলাই বাহুল্য, ছাদ বাগান জুড়েই তার এখন নজর কাড়া আম বাগান।