খরিদ্দারের নজর টানতে জামাইষষ্ঠীতে একাধিক স্পেশাল মিষ্টি।

0
30

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – আজ জামাই ষষ্ঠী, ‘জামাই আদরে’ কোন রকম খামতি রাখতে রাজী নন শ্বশুর-শাশুড়িরা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালিত হয়। তবে এটি আসলে ষষ্ঠীর পুজো। সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর পুজো করা হয়। কন্যা যাতে সন্তানবতী হয়, তার জন্য তাঁকে সন্তুষ্ট করার জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে তার পুজো করা হয়। তবে এখন মা ষষ্ঠীর সঙ্গে জামাই জুড়ে দিয়ে এই দিনটি জামাই ষষ্ঠী হিসেবে পালিত হয়। তবে জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হল মাতৃত্ব, সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি। মেয়ে যাতে সুখে দাম্পত্য জীবন যাপন করতে পারে, তার মঙ্গল কামনা করে এই দিনটি পালিত হয়। তাই বুধবার সকাল থেকেই ভীড় জমতে শুরু করেছে বাঁকুড়া শহরের প্রথম সারীর মিষ্টির দোকান গুলিতে।
শহরের মিষ্টান্ন ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার প্রায় সব ধরণের মিষ্টি ও দইয়ের সমান চাহিদা রয়েছে। তবে বিগত বছর গুলির মতো এবারও গৃহস্থের জামাই আপ্যায়নে বেশ কিছু মিষ্টি তাঁরা তৈরী করেছেন। যেমন ‘জামাই ষষ্ঠী স্পেশ্যাল’ হিসেবে তৈরী হয়েছে ম্যাঙ্গো দই সহ বিভিন্ন ধরণের দই, বাটার রোল, জলভরা স্ট্রবেরী, চকলেটের একাধিক ধরনের মিষ্টি, বাটার রোল, মালাই চক ও পটল সন্দেশ তো আছেই। তবে জামাই ষষ্ঠী উপলক্ষ্যে ক্রেতাদের ভীড় বিকেল থেকেই হবে বলে তারা আশাপ্রকাশ করছেন বলে জানান।