পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- বাংলার ১২ মাসে তের পার্বন মধ্যে জামাই ষষ্ঠী যেন উল্লেখ যোগ্য।
বাজার ঊর্ধ্বমুখী তার পর গ্রীষ্মের দাবদাহ তো আছেই। আপামর বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর বাঙালিয়ানা মিষ্টির সাথে হয়। শুধু যে মিষ্টি তা নয় জামাই আদরে নানা পদের সম্ভারের আয়োজন। বহু ক্ষেত্রে কর্মক্ষেত্রের জন্য বিদেশে থাকে। তাই আজকের বিশেষ দিনে শাশুড়ি মায়েদের আবদার মেটাতে ভার্চুয়াল জামাই ষষ্ঠী ও পালন হলো। পূর্ব মেদিনীপুরে কাঁথি ৩ ব্লকের দইসাই গ্রামে ভুঁইয়া পরিবারে। পরিবারের কর্তা পেশায় শিক্ষক রসময় ভুঁইয়া গত হয়েছেন বছর দুই হলো। মেয়ে জামাই থাকে বিদেশে। তাই বিশেষ দিনে বড় জামাই রঞ্জন মন্ডলের জন্য মন খারাপ শাশুড়ি মায়ের। তাই সেই আবদার মেটাতেই ভার্চুয়াল সব রীতিনীতি পালন হলো ভুঁইয়া পরিবারে। ‘ভুঁইয়া পরিবারের চালিকা শক্তি সবিতা ভুঁইয়া বর্তমানে। তার দাবি স্বামী গত হয়েছেন আগেই তাই পরিবারের দায়ভার আমার ওপরে। সামাজিক রীতিনীতি পালনে পিছিয়ে থাকি কি করে। বড় জামাই দুবাই থাকে কোম্পানি সার্ভিস ছুটি বছরে একবার। তাই এক রকম বাধ্য হয়ে মোবাইলের মাধ্যমে জামাই ষষ্ঠী পালন করা হলো।’