পদে থেকেও কোন কাজ করেনি তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার জন্য আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চিঠি করবেন রঞ্জিত সরকার এমনটাই জানালেন।

0
51

নিজস্ব সংবাদদাতা, মালদা—কড়া ভাষায় বললেন নির্বাচনের খারাপ ফলাফলে পেছনে যারা ছিলেন পদে থেকেও কোন কাজ করেনি তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার জন্য আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চিঠি করবেন রঞ্জিত সরকার এমনটাই জানালেন।মালদার আদিনা ইকো পার্কে রাজ্যের উদ্বাস্তুশেলের পক্ষ থেকে রঞ্জিত সরকার জরুরী এক নির্বাচনী বিষয় নিয়ে এক সভা আয়োজিত হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কে কেন্দ্র করে যেসব জায়গায় রাজ্যের শাসকদলের লোকসভা নির্বাচনের খারাপ ফলাফল হওয়ার কারণে। আগামী ২০২৬ সালে নির্বাচনে ভালো ফলাফল হয় তাই এক জরুরী সভা আয়োজন করা হয় মালদাহের ইকো পার্কে যদি ওই জায়গা বেছে নেওয়ার কারণ উত্তর দক্ষিণবঙ্গে কুড়িটি জেলার মধ্যে মালদা মধ্যে থাকায় তাই এই জায়গা বেছে নেওয়া হয়েছে সকলের সুবিধার্থে।রাজ্যের উদ্বাস্তু সেল এর চেয়ারম্যান রঞ্জিত সরকার বলেন – উত্তর মালদা দক্ষিণ মালদা ২০২৪ এর লোকসভা নির্বাচনের খারাপ রেজাল্ট হওয়াতে কিছু পদ পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।