পায়ে হেঁটে ২৪ সালের হজ পালন করতে চার দিন আগে বাড়ি থেকে বেড়িয়েছেন বাংলাদেশের গাইবান্ধা জেলার আইয়ুব আলী।

0
75

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পায়ে হেঁটে ২৪ সালের হজ পালন করতে চার দিন আগে বাড়ি থেকে বেড়িয়েছেন বাংলাদেশের গাইবান্ধা জেলার আইয়ুব আলী, চার দিনের পরে আজ বিকেল চারটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলা শেষ করে উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ শহরের ভান্ডারের মসজিদে রাত্রি থাকবেন ।

প্রসঙ্গত উল্লেখ্য আইয়ুব আলীর প্রবল মনের ইচ্ছে সে সৌদি আরবে হজ করতে যাবেন ,তাই নিজের বাংলা দেশ থেকে পায়ে হেঁটে সৌদিআরবে 2025 সালের পবিত্র হজ করবেন তাই তিনি বাংলা দেশ থেকে হিলি সীমান্তে হয়ে ভারতে প্রবেশ করেন , বংশিহারি ও গঙ্গারামপুর পারকরে শনিবার Kushmandi দুপুর 12 টা নাগাদ kushmandir হারাহার জামে মসজিদে বিশ্রাম করেন । বিশ্রাম শেষে 10 no রাজ্য সড়ক হয়ে রাত্রি 7 টায় কালিয়াগঞ্জ শহরের উত্তর চিরালের মসজিদ পাড়ায় রাত্রি থেকে সকাল 6টা থেকে আবার পুনরায় তার যাত্রার পথ চলা শুরু করবেন ।