সংস্কারের অভাবে বালুরঘাট রেল স্টেশন যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি আজ বেহাল।

0
51

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : সংস্কারের অভাবে বালুরঘাট রেল স্টেশন যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি আজ বেহাল। বালুরঘাট শহরের চকভৃগুর উপর দিয়ে তপন যাওয়ার রাজ্য সড়ক ধরে একটু এগোলেই পরে রেল স্টেশন যাওয়ার রাস্তা। রাজ্য সড়কের মোর থেকে স্টেশন যাওয়ার দীর্ঘ ০.৭১ কিলোমিটার রাস্তাটি চরম বেহাল দশা। গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যাতায়াত করাই দুষ্কর।দুর্ভোগে ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা থেকে টোটো – অটো, এবং ছোটবড় গাড়ির চালকদের।

প্রতিদিন এই রাস্তা দিয়ে কমবেশী কয়েকশোর বেশি মানুষ যাতায়াত করেন। চলে অংসখ্য টোটো-অটো, ট্রেকার, মিনিবাস থেকে যাত্রীদের স্টেশনে ছাড়তে আসা মোটর সাইকেল, স্কুটি।

খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হাসমেশাই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন।স্টেশনে আসা টোটো চালক অটো চালক থেকে যাত্রীসাধারন অভিযোগ করেছেন দীর্ঘ কয়েকবছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের ব্যাপারে হেল দোল নেই রেলের।পাশাপাশি তাদের দাবি যদি রেল না করে তবে এলাকার মানুষের সুস্থ ভাবে চলাফেরার স্বার্থে স্থানিও পুরসভা, জেলা পরিষদ এমনকী পূর্ত দফতরের কোনও হেলদোল নেই।অথচ দিনকে দিন দুর্ভোগ বাড়ছে যাত্রী সাধারন থেকে ছোট-বড় গাড়ি চালকদের।খানা খন্দের গর্তে পড়ে গাড়ি গুলির যন্ত্রাংশের ক্ষতি যেন নিত্যদিনের তাদের যন্ত্রনার শিকার হতে হচ্ছে বলে তাদের অভিযোগ।পাশাপাশি বালুরঘাট রেল স্টেশনে ঢোকার মুখে রাস্তার দুধারে থাকা সারিবদ্ধ বড় বড় গাছ গুলি উপড়ে ফেলায় সমস্যার পাশাপাশি দুর্ভোগ আরো বেড়েছে গাড়ি চালকদের থেকে যাত্রী সাধারনের।

যদিও রেলের দাবি অমৃ ভারত প্রকল্পের অধীন বালুরঘাট স্টেশনের উন্নয়নের একটা কর্মযজ্ঞ চলছে। সেই কর্মযজ্ঞ সমাপ্ত হলেই দেখা যাবে বালুরঘাট স্টেশনকে যেমন নয়া রুপে দেখতে পাবেন বালুরঘাটের বাসিন্দারা। তেমনি যাতায়াতের রাস্তাও নয়ারুপে দেখা দেবে যাত্রীদের কাছে। সুতরাং নয়া রুপে বালুরঘাট স্টেশনকে দেখতে হলে একটু সময় রেলকে দিতেই হবে।