নন্দীগ্রাম ১নম্বর ব্লকে চিংড়ি মাছ চাষে উৎসাহিত করতে বাগদা ভিনামী পার্শে ভাঙড় মাছ ও চিংড়ির চারা বিতরণ।

0
38

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ব্লকে এই পর্যন্ত প্রায় ১৭ টি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছে। মৎস্য উৎপাদক গোষ্ঠী গুলি ভেনামি সহ বাগদা চিংড়ি মাছ এসব লোনা জলে মাছ চাষের সাথে যুক্ত রয়েছে। ইতি পূর্বে মৎস্য উৎপাদক গোষ্ঠী গুলিকে ব্লক পর্যায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে ছিল এবং গ্রুপের সদস্যরা প্রশিক্ষিত হয়েছেন। ঈষদ নোনা জলে মাছ চাষের জন্য বাগদা সহ ভেনামি চিংড়ি বিতরণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির মাননীয় মৎস্য কর্মধক্ষ অসীমা দাস, উপস্থিত ছিলেন জেলা মৎস্য আধিকারিক মোহাম্মদ সৈয়দ সিদ্দিকী, উপস্থিত ছিলেন ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু সহ অন্যান্য বিশিষ্ট বর্গ। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড় চক্রবেড়িয়া গ্রামে গঠিত মৎস্য উৎপাদক গোষ্ঠী দিশা মৎস্য উৎপাদক গোষ্ঠীর গ্রুপ লিডার আমাদুল্লাহ বলেন যে সরকারি ভাবে বাগদা ভেনামি পার্শ্বে ভাগর মাছের চারা পাওয়ার সহায়তা পেয়ে অত্যন্ত খুশি।