কোলাঘাটে নদীর পাড়ে মাটি চুরীর অভিযোগ উঠলো শাসকদলের আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার।

0
60

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যজুড়ে চুরী আর চুরীর অভিযোগ তুলছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি, এবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে নদীর পাড়ে মাটি চুরীর অভিযোগ উঠলো শাসকদলের আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। গত দিন কুড়ি ধরে কোলাঘাটের মাড়োবেড়িয়া গ্রামে রূপনারায়ণ নদের তীরে মাটি বিঘের পর বিঘের ফাঁকা জমি থেকে রাতের অন্ধকারে মাটি মেশিন দিয়ে কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো। এমনই ঘটনা সত্যতা স্বীকার করলো পঞ্চায়েত সদস্যা থেকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সুরজিৎ মান্না।এলাকা বাসীদের অভিযোগ, প্রায় দিন কুড়ি আগে থেকে গভীর রাতে মেশিন দিয়ে নদীর পাড়ের মাটি কাটা হয়। মাড়োবেড়িয়া গ্রামের বিজেপি পঞ্চায়েত সদস্যা বিষ্ণুপ্রিয়া সেন জানান, এই নদীপাড় এলাকায় পিকনিক স্পটের জন্য গাছ লাগানোর পরিকল্পনা হয়েছে। বহু মানুষ এই এলাকায় পিকনিক করতে আসেন,ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী মাসের দিকে। আর এই সময়ে রাতের অন্ধকারে শাসকদল আশ্রিত দুস্কৃতিরা মাটি কেটে বাইরে গাড়ির পর গাড়ি বিক্রি করছে। প্রশাসনকে বিষয়টা জানানো হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। অবিলম্বে এই মাটি কাটা বন্ধ হোক তা প্রশাসনের কাছে আবেদন জানান বিজেপির পঞ্চায়েত সদস্যা বিষ্ণুপ্রিয়া সেন।যদিও এই মাটি কাটার ঘটনার সত্যতা স্বীকার করেন তৃণমূলের কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না।তিনি বলেন, শুধু তৃণমূল বলে নয় বিভিন্ন রাজনৈত্যিক দলের লোকেরাও এই ঘটনার সাথে যুক্ত। তবে সাধারন গ্রাম বাসীদেরও এগিয়ে আসার কথা বলেন। তবে এই ঘটনা বন্ধের চেষ্টা অবশ্যই হবে বলে জানান কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি।