মালদা তে বিয়ের দশ বছর পরেও নিঃসন্তান ছিলেন দম্পতি, অবশেষে সংসারে এলো ফুটফুটে কন্যা সন্তান।

0
180

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৬ জুন:-  মালদা তে বিয়ের দশ বছর পরেও নিঃসন্তান ছিলেন দম্পতি। অবশেষে সংসারে এলো ফুটফুটে কন্যা সন্তান। মালদহ জেলা প্রশাসনের মাধ্যমে কন্যা সন্তান দত্তক নিলেন বর্ধমানের কালনার বসাক দম্পতি। অন্যদিকে মালদহের ১০ মাসের কন্যা সন্তান পেল নিজের ঘর। বুধবার বর্ধমানের দম্পতির হাতে আইনানুগভাবে দত্তক কন্যাসন্তান তুলে দিলেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া।
বর্ধমানের কালনার পেশায় বস্ত্র ব্যবসায়ী বসাক দম্পতি। বছর দশেক আগে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। কিন্তু, নিঃসন্তান থাকায় সন্তান দত্তক নেওয়ার কথা ভাবেন ওই দম্পতি। ২০১৯ সালে সরকারি পোর্টালে এবিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান তাঁরা। আবেদন খতিয়ে দেখে মালদহে সরকারি হোমে থাকা ১০ মাসের কন্যাকে বসাক দম্পতির হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দেয় প্রশাসন।
প্রশাসন জানিয়েছে, গত দেড় বছরে এভাবে আটটি শিশুকে দত্তক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দত্তক দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক সঙ্গতির পাশাপাশি মানসিক প্রস্তুতি সহ অন্যান্য বেশকিছু মাপকাঠি খতিয়ে দেখা হয়। ইতিমধ্যে আরও বেশকিছু আবেদন জমা হয়েছে। সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।