দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তৃণমূল দুই নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় শোরগোল এলাকা জুড়ে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর নাগর এলাকার। গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এনামুল রহমান ও নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাজিদুর রহমান চৌধুরীর বাড়ির সামনে গতকাল গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটে।
বোমাবাজির ঘটনায় যদিও কেউ আহত হয়নি তবে আতঙ্কে রয়েছে ওই দুই তৃণমূল নেতার পরিবার সহ গ্রামবাসীরা।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ নাকি অন্য কোন বিষয় রয়েছে এই বোমাবাজির পিছনে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর নাগর এলাকার বাসিন্দা এনামুল রহমান ও সাজিদুর রহমান চৌধুরী এরা দুজনেই তৃণমূল নেতা। গতকাল রাত্রে খাওয়া দাওয়া সেরে নিজের নিজের বাড়িতেই ঘুমোচ্ছিলেন তারা, দুই তৃণমূল নেতারই অভিযোগ, গতকাল গভীর রাতে তাদের বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। বোমাবাজি করা হয় বাড়ির সামনেও। বোমাবাজির ফলে পাকা দেওয়াল কিছুটা ফেটে গিয়েছে আবার কোথাও টিনের চাল ফুটো হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে তারা বাইরে বের হলে কাউকে দেখতে পাননি। তবে তাদের অনুমান তাদের বিরোধী গোষ্ঠী এমনটা করতে পারে। এরপরই তারা দলীয় পর্যায়ে ও গঙ্গারামপুর থানায় খবর দেয়। গঙ্গারামপুর থানার পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে বর্তমানে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।