হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর দক্ষিণ পাড়া কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনিকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।

0
28

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ— অঙ্গনওয়াড়ি কেন্দ্রের‌ কর্মীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খাবার বিলি নিয়ে অনিয়মের অভিযোগ উঠছিল।কখনো পরিমাণে কম খাবার দেওয়া,আবার কখনো প্রকৃত শিশু ও
মা দের খাবার না দেওয়ার অভিযোগ। পাশাপাশি মাঝে মধ্যে কোন কারণ না দেখিয়ে সেন্টার বন্ধ করে দেওয়া এবং নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ।আর এই সমস্ত অভিযোগের ভিত্তিতে সোমবার
সকালে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর দক্ষিণ পাড়া কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনিকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।
অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী রূপা বানু পারভিন ওরফে মনার বিরুদ্ধে।যদিও ওই কর্মী তার বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।আর এই বিক্ষোভের খবর পেয়ে দুপুরবেলা ওই সেন্টারে ছুটে যান সুপার ভাইজার নাসরিন পারভিন ও সাংমু ভুটিয়া।সেখানে গিয়ে সমস্ত ঘটনা তদন্ত করে দেখেন তারা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে সেন্টার খুললে এলাকার বাসিন্দা এবং অভিভাবকরা সেখানে এসে সেন্টারের কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন।অভিযোগ,নিয়মিত এই সেন্টার খোলা হয় না।গর্ভবতী মহিলাদের পরিমাণে কম এবং নিম্নমানের খাবার দেওয়া হয়।নিয়ম-নীতির তোয়াক্কা না করে মাঝে মাঝে সেন্টার বন্ধ রাখেন ওই কর্মী।আর এই সমস্ত অভিযোগ করতে গেলে ওই অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।এবং বলেন তার বিরুদ্ধে যেখানে খুশি সেখানে অভিযোগ করতে পারে।কেউ তার কিছু করতে পারবে না।হরিশ্চন্দ্রপুর ১ এর সিডিপিও আব্দুস সাত্তার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।