এক পথচারীকে বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মালবাহী লরির ঘটনায় অল্পের জন্য প্রাণে বাজলো লরিচালক এবং ওই পথচারী ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

0
38

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  দিনের পর দিন ১২ নম্বর জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনার খবর সব সময় সংবাদ শিরোনামে উঠে থাকে এবার আবারো পথ দুর্ঘটনা ১২ নম্বর জাতীয় সড়কে রানাঘাট কলেজ এর সামনে ওভারব্রিজে ওঠার মুখে এক পথচারী না দেখেই রাস্তা পার হচ্ছিলেন তখন কৃষ্ণনগর এর দিকে একটি মালবাহী লরি সজরে চালিয়ে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে যায় লরিটি ডিভাইডারে ধাক্কা মারে। এতে ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয় লরিটি তবে অল্পের জন্য প্রাণে বাঁচে পথচারী এবং লরির ড্রাইভার প্রত্যকদর্শীদের মতে ঐ পথচারী কিছু না দেখেই রাস্তা পার হচ্ছিল তখনই লরির ড্রাইভার তাকে লক্ষ্য করে তাকে বাঁচাতে গেলে ডিভাইডারে ধাক্কা মারে তবে কারোর প্রাণহানির ঘটনা না ঘটলেও বড়সড়ো দুর্ঘটনা থেকে রেহাই পেল লরিচালক। পরে পুলিশে খবর দেয়া হলে রানাঘাট থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ লরিটিকে ক্রেন দিয়ে সরিয়ে থানায় নিয়ে আসে।