মাধ্যমিকের রিভিউ ও স্কুটিনি করা ফলপ্রকাশের পর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাই স্কুলের কৃতি ছাত্র সাগ্নিক সাহা রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে।

0
34

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: – ২ মে ২০২৪ সালের মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল তবে ফল প্রকাশের পর বহু ছাত্র ছাত্রী লক্ষ করে তাদের মাধ্যমিকের রেজাল্ট মনের মতন হয়নী, কোথাও যেনো অনেকটা কমে গেছে তাদের নম্বরের সংখ্যা এমত অবস্থায় তারা রিভিউ ও স্কুটিনি করে। এদিন শনিবার সেই রিভিউ ও স্ক্রুটিনি করা মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এদিন মাধ্যমিকের রিভিউ ও স্কুটিনি করা ফলপ্রকাশের পর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাই স্কুলের কৃতি ছাত্র সাগ্নিক সাহা রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে। তার প্রাপ্ত নম্বর ছিলো ৬৮১ পরে রিভিউ ও স্কুটিনি করার পর তার প্রাপ্ত নম্বর এসে দাঁড়ায় ৬৮৪ জানা যায় রিভিউ ও স্ক্রুটিনি করায় তার তিন নম্বর বাড়ে। জানা যায় কৃতি ছাত্র সাগ্নিক সাহা তার অংক এবং লাইফ সাইন্স পরীক্ষায় পরীক্ষায় রিভিউ ও স্কুটিনি এপ্লাই করে এদিন তার ফল প্রকাশ হয়। এদিন ফল প্রকাশের পরে কৃতি ছাত্র সাগ্নিক সাহা রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে। জানা যায় বাড়িতে ১০-১২ ঘন্টা পড়ত সাগ্নিক।আগামীতে সাগ্নিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়। তার টিউটার ছিল ছয় থেকে সাত জন। বাবা মা পাশাপাশি প্রাইভেট টিউটরদের সহযোগিতায় এত বড় সাফল্য অর্জন করেছে বালুরঘাটের সাগ্নিক বালুরঘাট হাই স্কুলের ছাত্র। আগামীতে সাগ্নিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়। সাগ্নিক সাহা রাজ্যের দশম স্থান অধিকার করার পর স্কুল থেকে বাড়ি বন্ধু থেকে আত্মীয়-স্বজন সর্বোচ্চই এখন খুশির বাতাবরণে বইছে। পরিবারে চলছে মিষ্টিমুখ।