নারায়ণগড় জাতীয় সড়কে চলন্ত প্রাইভেট গাড়িতে আগুন অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা।

0
27

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জাতীয় সড়কে চলন্ত প্রাইভেট গাড়িতে আগুন অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় জাতীয় সড়কের কুচলি এলাকায় চলন্ত প্রাইভেট গাড়িতে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। গাড়িতে থাকা যাত্রীরা বুঝতে পেরে গাড়ি থেকে নেমে যান গাড়ি সাইড করে চালক। জানা যায় গাড়িটি খড়্গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল। হঠাৎই আগুন লাগা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে গাড়ি জাতীয় সড়কের পাশে গাড়ি থামিয়ে নেমে পড়েন যাত্রীরা। গাড়িতে প্রায় নয় জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে, অন্যদিকে আগুনে পুড়ে ভশ্মিভূত হয়ে যায় প্রাইভেট চারচাকা গাড়িটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন, প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানা গিয়েছে, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে।