কোচবিহার, নিজস্ব সংবাদদাতাঃ ১ জুলাইঃ – কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারানোর আনন্দে বিজয় মিছিল গাদোপোতায়। কিন্তু এই বিজয় মিছিল একটু ব্যতিক্রমী। লাঠি খেলার মাধ্যমে বিজয় মিছিল। ব্যতিক্রমী এই বিজয় মিছিল দেখতে মানুষের উপচে পড়া ঢল রাস্তায়। ঘটনাটি শীতলকুচির গাদোপোতা এলাকার। এদিন গাদোপোতা ২২২ নং বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, গাদোপোতা ২২২নং বুথে লোকসভা নির্বাচনে ৮৯০ টি ভোট পায় তৃণমূল কংগ্রেস। আজ স্থানীয় জামবাড়ী প্রাথমিক বিদ্যালয় থেকে মিছিল শুরু হয় এরপর এই মিছিল গোটা বুথ পরিক্রমা করে। ব্যান্ড ও ডিজে বাজিয়ে এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ও ছোট ছোট খুদেরা নাচতে থাকে। প্রসঙ্গত গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশচন্দ্র বড়মা বসুনিয়া। তাই গাদোপোতা এলাকায় স্থানীয় তৃণমূল উপপ্রধান ছেনার উদ্দিন মিয়ার নেতৃত্বে আজ এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। ব্যান্ড বাজিয়ে গোটা গ্রাম পরিক্রমা করে। পরিশেষে জামবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে টিফিনের আয়োজন করে। এদিনের এই বিজয় মিছিলে অংশগ্রহণ করে স্থানীয় উপপ্রধান ছেনার উদ্দিন মিয়া, স্থানীয় বুথ সভাপতি মস্তানুল মিয়া, সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা।
এই বিষয়ে স্থানীয় উপপ্রধান ছেনার উদ্দিন মিয়া ও বুথ সভাপতি মস্তানুল মিয়া বলেন,আজ আমরা গাদোপোতা ২২২ নং বুথে বিজয় মিছিল করলাম, কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
Home রাজ্য উত্তর বাংলা নিশীথ প্রামাণিককে হারানোর আনন্দে লাঠি খেলার মাধ্যমে ও বিজয় মিছিল শীতলকুচিতে।