কুমাগঞ্জ কলেজের অচল অবস্থা নিয়ে নিয়ে সরব কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার।

0
41

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-  কুমাগঞ্জ কলেজের অচল অবস্থা নিয়ে নিয়ে সরব কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার। মংগলবার সন্ধ্যা নাগাদ সুকান্ত মজুমদার মন্ত্রী হবার পর আজ মংগলবার যান কুমার গঞ্জ ব্লকে,এই কলেজের অচলা অবস্থা দেখে তিনি সাংবাদিক দের সামনে বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় এর আমলে শিক্ষা ব্যবস্থা কে ভেংগে শিক্ষা ব্যবস্থা কে শেষ করে দেওয়া হয়েছে। তিনি আক্ষেপ করেন কলেজ এর অশিক্ষক কর্মিরা বেতন পাচ্ছে না,ও তাদের স্থায়ী করন হচ্ছেনা,পাশাপাশি শিক্ষক না থাকায় পঠন পাঠন হচ্ছে না কলেজে। কলেজ এ একটা বিল্ডিং নাই।নামেই বিল্ডিং করেছেন মাননীয়া মুক্ষ্য মন্ত্রী।উদাহরণ সরুপ বলেন নীল সাদা হসপিটাল তৈরি করেছেন, কিন্তু ডাক্টার নাই সেখানে, তেমনি কুমারগঞ্জে কলেজ করেছেন নামকে বাস্তে।কিন্তু সেখানে শিক্ষক নেই পর্যাপ্ত মানে।তবে সুকান্ত বাবু যানান উক্ত কলেজে রাজনৈতিক দলের কেডার দের রিক্রুট করেছেন নামকে বাস্তে।

মংগলবার সন্ধ্যা নাগাদ সুকান্ত মজুমদার মন্ত্রী হবার পর আজ মংগলবার যান কুমার গঞ্জ ব্লকে,এই কলেজের অচলা অবস্থা দেখে তিনি সাংবাদিক দের সামনে বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় এর আমলে শিক্ষা ব্যবস্থা কে ভেংগে শিক্ষা ব্যবস্থা কে শেষ করে দেওয়া হয়েছে। তিনি আক্ষেপ করেন কলেজ এর অশিক্ষক কর্মিরা বেতন পাচ্ছে না,ও তাদের স্থায়ী করন হচ্ছেনা,পাশাপাশি শিক্ষক না থাকায় পঠন পাঠন হচ্ছে না কলেজে। কলেজ এ একটা বিল্ডিং নাই।নামেই বিল্ডিং করেছেন মাননীয়া মুক্ষ্য মন্ত্রী।উদাহরণ সরুপ বলেন নীল সাদা হসপিটাল তৈরি করেছেন, কিন্তু ডাক্টার নাই সেখানে, তেমনি কুমারগঞ্জে কলেজ করেছেন নামকে বাস্তে।কিন্তু সেখানে শিক্ষক নেই পর্যাপ্ত মানে।তবে সুকান্ত বাবু যানান উক্ত কলেজে রাজনৈতিক দলের কেডার দের রিক্রুট করেছেন নামকে বাস্তে।