সাফারি ও ম্যাজিক গাড়ির চাকা গড়ালো না ফালাকাটা বীরপাড়া রুটে।

0
47

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবারও সাফারি ও ম্যাজিক গাড়ির চাকা গড়ালো না ফালাকাটা বীরপাড়া রুটে। হাই স্পিড টোটোর প্রতিবাদে বন্ধ ফালাকাটা বীরপাড়া রুটে সাফারি ও ম্যাজিক গাড়ির পরিষেবা। ঘটনায় ব্যাপক হয়রানির শিকার হলেন যাত্রীরা। অভিযোগ, হাই স্পিড টোটোর চালকরা জটেশ্বর বাস স্ট্যান্ড থেকে যাত্রী তুলেন। সেখান থেকেই হাই স্পিড টোটো ও সাফারি চালকদের মধ্যে ব্যাপক বচসা বাঁধে। বচসার জেরে গত বৃহস্পতিবার দুপুর থেকে অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায় ফালাকাটা বীরপাড়া রুটের সমস্ত সাফারি ও ম্যাজিক গাড়ি চলাচল। শুক্রবারও সাফারি ও ম্যাজিক গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় যাত্রী পরিষেবা লাটে ওঠে জটেশ্বর ফালাকাটা সড়কে। দুর্ভোগে পড়েছেন দূরবর্তী এলাকার থেকে আসা যাত্রীরা। বেশি ভাড়া দিয়ে গাড়ি রিজার্ভ করে যাতায়াত করতে হচ্ছে বলেও অনেকে অভিযোগ তোলেন। এই প্রসঙ্গে নর্থ বেঙ্গল মোটর কর্মী ইউনিয়ন ফালাকাটা শাখার সম্পাদক চন্দন মিত্র বলেন, “নতুন হাই স্পিড টোটো গুলির দৌলতে ফালাকাটা বীরপাড়া রুটে যাত্রী নেই বললেই চলে। তার মধ্যে বেশ কিছু হাই স্পিড টোটো নিয়মিত জটেশ্বর স্ট্যান্ড থেকেই ফালাকাটা বীরপাড়া রুটে যাত্রী তুলে নিচ্ছিল। যার ফলে প্রতিদিন যে অনুপাতে ভাড়া খাটার কথা সেই টাকা সাফারি গাড়ির চালকরা দেখতে পাচ্ছেন না। তাতে প্রত্যেক মাসে সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন।” বিষয়টি নিয়ে মোটর কর্মীদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিয়েছেন ফালাকাটা টাউন ব্লক আই এন টি টি ইউ সির সভাপতি অশোক সাহা।