জোর কদমে চলছে বাঁধ মেরামতের কাজ।

0
64

নিজস্ব সংবাদদাতা, মালদা : – মালদার গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের কদু বাড়ি এলাকায় বাঁধে ফাটল দেখা দিয়েছিল গত বছরে। গ্রামবাসীরা সেচ দপ্তরকে সেই কথা জানিয়েছিলেন । কিন্তু গ্রামবাসীদের কথায় কান দেয়নি শেচ দপ্তর । পরের দিন রাতেই ভেঙে গিয়েছিল বাঁধ। সেই কারণেই প্লাবিত হয়েছিল চাকনগর ,শালা ডাঙ্গা, বাবুপুর বিশাল এলাকা জুড়ে। এবারও বাঁধের অবস্থা খুব খারাপ, কাজ শুরু করেছে সেচ দপ্তর । এলাকাবাসীরা চায় কাজ দ্রুত শেষ করা হোক । গ্রাম বাসীরা চাইছেন সালাই ডাঙ দিয়ে পাইলিং এর কাজ করা হোক । তা করা হচ্ছে না দেখে গতকাল গ্রামবাসীরা একাংশ কাজ বন্ধ করে দিয়েছিলেন । আজ ব্লক দপ্তর থেকে অফিসাররা এসেছেন তাদের তদারকিতে আবার কাজ শুরু হয়েছে। গাজোল ব্লক বিপর্যয় ব্যবস্থা পন দপ্তরের আধিকারিক সৌরভ দত্ত জানালেন এখানে বাঁধের বেশ কিছু টা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সেচ দপ্তর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। জোর কদমে চলছে বাঁধ মেরামতের কাজ l তার সত্যেও আতঙ্কে রয়েছেন ।