কলকাতা ধর্মতলা চলো ” কর্মসূচি সফল করতে কাঁথি দেশপ্রাণ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভায় গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত প্রকাশ্যে।

0
39

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতা ধর্মতলা চলো ” কর্মসূচি সফল করতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভায় গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত প্রকাশ্যে । মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়’কে আর্জি জানান কাঁথি’তে তৃণমূল কংগ্রেসকে বাঁচান! কাঁথি’তে দল কিভাবে খোঁজ খবর নিন কাতর আর্জি জানান তৃণমূল নেতৃত্বরা। সভা থেকে নাম না করে তৃণমূল কংগ্রেসের সভাপতি পিযূষ কান্তি পণ্ডা ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উওম বারিক’কে আক্রমণ করেন খোদ তৃণমূল নেতৃত্বরা। প্রস্তুতি সভা থেকে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি তথা কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি ও কাঁথি সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণ জানা’র নাম না করে দলের নেতৃত্বদের তোপ দাগলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বুধবার ২১ শে জুলাই ” কলকাতা ধর্মতলা চলো ” কর্মসূচি সফল করতে কাঁথি দেশপ্রাণ ব্লকের তৃণমূল কংগ্রেসের বসন্তিয়া হাইস্কুল মাঠে প্রস্তুতি সভায় হয়। এদিন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কারাদপ্তরের মন্ত্রী অখিল গিরি,কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি তথা কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি ও কাঁথি সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণ জানা সহ তৃণমূল কংগ্রেসের ব্লক থেকে জেলা নেতৃত্বরা। এছাড়া উপস্থিত ছিলেন একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ- প্রধান সহ পঞ্চায়েত সমিতি সদস্যরা। কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি তথা কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন ” কলকাতায় ধর্মতলায় ২১ শে জুলাই নেত্রী নির্দেশ শোনার জন্য প্রস্তুতি সভায় মিলিত হয়েছি। নেত্রীর উপর আমাদের আস্থা রয়েছে “। নাম না করে দলের জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা ও সভাধিপতি উত্তম বারিক’কে কটাক্ষ করেন। সুপ্রকাশ দাবি ” কাঁথি দেশপ্রাণ ব্লকের অনেক ভাড়াটিয়া আসবে। সুখের পাখি হিসেবে আসছে । দুঃখের দিনে আসবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আঁতাত করে চলেছেন। বিগত দিনে যারা প্রাচিরে বসেছিল। তারাই এখন সেটিং করছে। একাধিক গ্রাম পঞ্চায়েতের জয়ী বিজেপি সদস্যদের নিয়ে সেটিং করে কাঁথি দেশপ্রাণ গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে “!