এ যেনো এক ভিন্নরকম প্রচেষ্টা, সাধারণের হাতে হাতে ছোরা হচ্ছে সবুজ বোম!।

0
29

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  এ যেনো এক ভিন্নরকম প্রচেষ্টা, সাধারণের হাতে হাতে ছোরা হচ্ছে সবুজ বোম!। হ্যাঁ ব্যাপারটা একদমই তাই ছোরা হচ্ছে বোম, তবে এ সে বোম না এ হচ্ছে সবুজ বোম, প্রকৃতির বুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সবুজ বোম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওইখান থেকে উদ্যোগে শুরু হয়েছে বনমহোৎসব আর এই বড় মহোৎসবকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এক স্বেচ্ছাসেবী সংস্থা সবুজ বাহিনী পক্ষ থেকে বালুরঘাট শহরে ভিন্ন ভিন্ন প্রান্তে এই সবুজ এবং ছড়িয়ে দেওয়া হয় এই যে সবুজ বোম জানা গেছে এই সবুজ বোম তৈরি হয়েছে মাটি এবং বিভিন্ন ফলের বীজ দিয়ে মাটির মধ্যে এই ফলের বীজগুলোকে ঢুকিয়ে গোল আকৃতির মাটির এক ঢেল জাতীয় বানিয়ে সেই ঢেলকে ছুঁড়ে দেওয়া হচ্ছে প্রকৃতির বুকে, যার নাম করণ করা হয়েছে সবুজ বোম। এদিন বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্ত পাশাপাশি বালুরঘাট ফরেস্ট তে এই সবুজ বোম ছড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য এই সবুজ বমে থাকা বীজ প্রকৃতির মাঝে অঙ্কুর দাড়া গাছ হবে পরে সেই গাছ থেকে ফল হবে এবং সেই ফল পাখি খেয়ে বেঁচে থাকবে। এদিন সংস্থার সদস্যরা এই সবুজ বঙ্কে প্রকৃতির মাঝে ছড়িয়ে দেয়। জানা যায় আগামীতে এই সবুজ বোম সারা বালুরঘাট শহর জুড়ে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হবে। বার্তা একটাই সবুজায়নের পাশাপাশি বিভিন্ন রকমের পাখিদেরও বাঁচিয়ে রাখা। এই বার্তা কে সামনে রেখে এদিন বালুরঘাট শহর জুড়ে একাধিক জায়গায় অভিযান চালায় সবুজ বাহিনী।