রাস্তা যেন অবাধ বিচরণ ক্ষেত্র, রাস্তার দিব্যি ঘুরে বেড়াচ্ছে গবাদি পশুর দল।

0
21

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাস্তা যেন অবাধ বিচরণ ক্ষেত্র। রাস্তার দিব্যি ঘুরে বেড়াচ্ছে গবাদি পশুর দল। গাড়ি চলাচলের সময় রাস্তায় হঠাৎ সামনে এসে পড়ছে গরু। আলিপুরদুয়ার শহরের এই ছবির দেখা মেলে প্রায় প্রতিদিনই। গবাদিপশুর এহেন বিচরণে, সমস্যায় পড়েন গাড়ি এবং বাইক চালকরা। ছোট বড় দুর্ঘটনা ঘটে প্রায় দিন। দুর্ঘটনার কবলে পড়ে গবাদি পশুগুলিও। তবে নজর নেই মালিকপক্ষের। সবসময় গাড়ি চলাচলে ব্যস্ত রাস্তার ওপর ঘোরাফেরা করতে থাকে প্রাণীগুলি। স্বাভাবিকভাবেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। দুর্ঘটনায় যেমন সাধারণ মানুষ, গাড়ি চালক আহত হন, ঠিক তেমনভাবেই আহত হয় গবাদি পশুগুলি। তাই বাধ্য হয়ে আলিপুরদুয়ার শহরের মূল রাস্তার ওপর গবাদিপশুর বিচরনে পদক্ষেপ করছে আলিপুরদুয়ার পুরসভার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুর্ঘটনা এড়াতে পথে বিচরণ করা গবাদি পশুদের আটক করা শুরু করল আলিপুরদুয়ার পৌরসভা। এদিন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর খোদ ওই অভিযানে নেমে শহরের রাস্তার উপর অবাধ বিচরণ করতে থাকা গবাদি পশুদের আটক করেন।